বিএনপি এখন নালিশি রাজনীতি শুরু করেছে : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০২ মে ২০১৫

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে বিজয় অর্জন করতে না পেরে বিএনপি এখন দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, যে দলের আন্দোলনে কর্মী থাকে না, নির্বাচনে এজেন্ট পায় না, সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে তারা কর্মসূচি দেবে কী করে? এ জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও বিএনপি কোনো কর্মসূচি দিতে পারেনি। তার পরিবর্তে তারা দেশে-বিদেশে নালিশ করার নতুন ধারার রাজনীতি শুরু করেছে।

শনিবার সকালে যশোর উপ-শহর এলাকায় ‘বাবলাতলা সেতু’  উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বর্জন ও কারচুপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি এতো ভোট পেল কি করে? তিনি চট্টগ্রামে বিএনপি প্রার্থী মঞ্জুর আলমের প্রাপ্ত ভোটের কথা উল্লেখ করে বলেন, তিনি তো ২ ঘণ্টা ভোটে ছিলেন, তাতেই তিনি যে ভোট পেয়েছেন, ৪টা পর্যন্ত ভোটে থাকলে হয়তো অন্যরকম ফলাফলও হতে পারতো। কিন্তু তারা সেটা না করেই ভোট বর্জন করে এখন কারচুপির অভিযোগ করছেন।

যশোর-ঝিনাইদহ সড়কের যশোর উপশহর এলাকায় ভৈরব নদের উপর ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ৩০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করেছে।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।