ইন্টারপোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৯ আগস্ট ২০১৪

ইন্টারপোলের ব্রান্ড অ্যম্বাসডার হলেন বলিউড বাদশা। আন্তর্জাতিক পুলিশ করপোরেশন ইন্টারপোলের সঙ্গে হাত মেলালেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ‘ট্রান ব্যাক ক্রাইম ক্যাম্পেন’-র ব্রান্ড অ্যাম্বাসডার হলেন এই বলি সুপারস্টার৷ শুধু জাতীয় আইকন হিসাবেই নয়,  বিশ্বজোড়া খ্যাতির খাতায় উঠে এল শাহরুখের নাম৷

এই ক্যাম্পেনিং-র মাধ্যমে সমাজে ঘটা অপরাধের বিরুদ্ধে আরো ভালোভাবে সতর্কতা জারি করা  হবে৷ পাশাপাশি  সমাজের প্রত্যেকটি মানুষ কিভাবে অপরাধকে  প্রতিরোধ করবে সেই বিষয়টিও দেখা এই ক্যাম্পেনিং-র অন্যতম মূল উদ্দেশ্য৷ ইন্টারপোলের ব্রান্ড অ্যম্বাসডার শাহরুখ সমাজের প্রতিটি নাগরিকের মধ্যে সতর্কতা বার্তা প্রদান করতে সাহায্য করবে৷একই সঙ্গে আইন মেনে চললে এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করলে মানুষই উপকৃত হবে,সেই বার্তাও সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি৷

শাহরুখের কথায় প্রথম ভারতীয় নাগরিক যে বিশ্বব্যাপি ক্যাম্পেনিং-র ব্রান্ড অ্যাম্বাসডার হওয়ার সুযোগ পেল৷ বলিস্টার শাহরুখ ট্যুইট করে জানিয়েছেন  , “Don on the right side of Interpol. How ironically cool is that…ha ha.”  শাহরুখ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ইন্টারপোল ট্রান ব্যাকের ব্রান্ড অ্যম্বাসডার হওয়ার মুহুর্তটা ছিল অসাধারণ৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।