সংসারী হতে চাইছেন রাইমা সেন


প্রকাশিত: ১০:৪১ এএম, ২৬ এপ্রিল ২০১৭

সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। মা ও নানির পথ ধরে তিনিও অভিনয়ে এসেছেন এবং জয় করেছেন বাংলা ছবির দর্শকের মন। টালিউডের পাশাপাশি তিনি কাজ করেছেন বলিউডেও।

তবে বর্তমানে তিনি কলকাতার ছবিতেই বেশি ব্যস্ত। উপহার দিচ্ছেন একের পর জনপ্রিয় ও সফল ছবি। তবে এবার তিনি সংসারী হতে চাইছেন বলে শোনা যাচ্ছে।

প্রেম-বিয়ে নিয়ে ভারতীয় একটি বাংলা গণমাধ্যমে কথা বলেছেন রাইমা সেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখনও সিঙ্গেল।’ তবে শোনা গিয়েছিল ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আর বললেন, ‘পাত্র খুঁজছি মনে মনে। মেঘে মেঘে অনেক বেলা হলো। এবার একজন জীবন সঙ্গী চাই।’

তা কেমন বর পছন্দ করেন জিজ্ঞেস করলে রাইমা জানান, ‘বিয়ে করার জন্য চকোলেট বয় পছন্দ করি না। এই টাইপের ছেলেরা আবেগী হয়, সংসার বুঝে না। স্ত্রী বা নারীকে মূল্যায়ণ করতে প্রায় সময়ই ব্যর্থ হয়। একটা সংসারী, গোছানো পুরুষকে নিজের জীবনের দায়িত্ব দিতে চাই। তবে হি মাস্ট বি সেক্সি!’

তিনি আরও বলেন, ‘সুন্দর কথা বলা, শিক্ষিত পরিবারের স্বামী চাই। বিয়েতে পরিবারের বিষয়টা ভাবতে হবে। ছেলেদের গ্রুমিং ওখান থেকে হয়। বিশেষ করে কথা বলা, ম্যানার্স সব ওখান থেকেই আসে। আর বড় পরিবার থেকে এলে আমাদের মতো অভিনেত্রীকে বুঝতে পারবে।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।