নাটোরে দাইমা সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

`দাই মায়ের স্বীকৃতি দাও, মা ও শিশুর জীবন বাঁচাও` প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাঝগাঁও ইউনিয়নের রাথুরিয়া দাইঘরে দাইমা সম্মেলন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা)-এই আয়োজন করে।

হাজারীপাড়ার দাইমা আনোয়ারা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন উইনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা।

উবিনীগের স্বাস্থ্য গবেষক রোকেয়া বেগমের সঞ্চালনায় পুষ্টি সম্পর্কে কুষ্টিয়ার দাইমা আলেয়া বেগম, সরকারি হাসপাতালে রেফার সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ এর দাইমা দুলালী বেগম, গর্ভবতী মায়ের পাঁচটি ঝুঁকি সম্পর্কে পাবনার মদিনা বেগম, দাই প্রশিক্ষণ ও দাইঘর পরিচালনা সম্পর্কে কুষ্টিয়ার ডলি ভদ্র আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উবিনীগ কর্মকর্তা আরফান আলী, নাজমা বেগম, যোয়াকিম মাংসাং প্রমূখ। সম্মেলনে পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ৮০ জন দাইমা অংশগ্রহণ করেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।