নয়নতারা ও মুকুর গল্প (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৭:২৫ এএম, ৩০ এপ্রিল ২০১৫

বেশ আলোচনার মধ্য দিয়েই গুণী নির্মাতা অনিমেষ আইচ শুরু করেছিলেন তার নতুন ছবির কাজ। এখন পুরোদমে চলছে ‘ভয়ঙ্কর সুন্দর’ নামের ছবিটির শুটিং। এফডিসির ৭ নম্বর ফ্লোরে গত ২৩ এপ্রিল থেকে অনিমেষ দৃশ্য ধারণের কাজ শুরু করেছিলেন।



মতি নন্দীর ছোট গল্প ‘জলের কান্না ও বকবক শব্দ’ অবলম্বনে নির্মিত এই ছবিটির প্রধান দু’টি চরিত্রে কাজ করছেন এপার বাংলার প্রিয়মুখ আশনা হাবিব ভাবনা ও ওপার বাংলার সব্যসাচি নির্মাতা ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এতে ভাবনা রুপদান করছেন নয়নতারা নামের চরিত্রে। পরম রয়েছেন মুকু চরিত্রে, মফস্বল মধ্যবত্তি শহরের এক ছেলে।



উল্লেখ্য, এটাই ভাবনার প্রথম চলচ্চিত্র। এই ছবিটিতে অভিনয়ের জন্য তরুণ প্রজন্মের এই অভিনেত্রী নিজেকে প্রায় দুই বছর ধরে তৈরি করেছেন। ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। পুরো চলচ্চিত্র তো বটেই, প্রথম চলচ্চিত্রের নয়নতারা চরিত্রে ভাবনার জন্য থাকলো শুভকামনা।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।