৩০ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের ঘুমধুম ও তুমব্রু বিওপি সদস্যরা অভিযান চালিয়ে ৩০ মিয়ানমার নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। বুধবার দুপুরে সীমান্তের বেতবুনিয়াবাজার ও তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৭ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, স্থল সীমান্ত পাড়ি দিয়ে আটকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এসময় টহলরত জোয়ানরা তাদের আটক করে স্বদেশে ফেরত পাঠায়।

তিনি আরো জানান, চলতি মাসে ৬৪১ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।