অর্থহীন ব্যান্ডের সুমন ভালো আছেন


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৩ এপ্রিল ২০১৭

‘অপারেশন সফল, ভালো আছি’- সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা লিখেছেন অর্থহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমন। ছোট্ট এই বাক্যটি পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার অগণিত ভক্ত-শ্রোতা, যারা সুমনের সফল অস্ত্রোপচারের সংবাদ শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন।

জানা গেছে, গেল ২০ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে ব্যাংককের একটি ক্লিনিকে সুমনের পাকস্থলীতে সার্জারি করা হয়। সেখানে তার অপারেশন ভালোভাবেই শেষ হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য তাকে আরও কিছুদিন ব্যাংককের ওই ক্লিনিকে থাকতে হবে দেশসেরা এ বেজ গিটার বাদককে।

২০১২ সালে সুমন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে এ নিয়ে ১৫বার তার অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার করার পর প্রতিবারই তিনি লড়াকু সংগীতযোদ্ধার পরিচয় দিয়ে গানে ফিরেছেন। ‘বেজবাবা’ খ্যাত এই শিল্পীর ভক্তদের প্রত্যাশা, তিনি আবারও সুস্থ হয়ে গানে ফিরবেন।

এনই/এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।