লাকী আখন্দের মরদেহ বারডেমের হিমঘরে


প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২১ এপ্রিল ২০১৭

রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখন্দের মরদেহ।

শুক্রবার রাত ১০টার দিকে আরমানিটোলার বাসা থেকে তার মরদেহ বারডেমের হিমঘরে নিয়ে আসা হয়।

শনিবার সকাল ১০ টায় লাকী আখন্দের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আরমানিটোলা মাঠে। পরে বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাকী আখন্দকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে।

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন লাকী আখন্দের ঘনিষ্ঠজন, গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল।

তিনি বলেন, শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সময় উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ছাড়াও অনেকে।

তিনি জানান, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত লাকী আখন্দের অবস্থা শুক্রবার দুপুরের পর গুরুতর হলে সন্ধ্যায় তাকে আরমানিটোলার বাসা থেকে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

এনই/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।