অস্কারে বাংলা চলচ্চিত্র ‘জাতিস্মর’


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৭ আগস্ট ২০১৪

ভারতের জাতীয় পুরস্কার পাওয়ার পর এবার অস্কারে সেরা বিদেশি চলচ্চিত্রের ক্যাটাগরিতে লড়তে যাচ্ছে কলকাতার বাংলা চলচ্চিত্র ‘জাতিস্মর’।

কলকাতার উদীয়মান পরিচালক শ্রীজিৎ মুখার্জি পরিচালিত জাতিস্মর এর আগে ভারতের ৬১তম জাতীয় পুরস্কারে চারটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছিল৷

জাতিস্মরের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঙ্গলবার টুইটারে জানান, ‘ধন্যবাদ ও গর্বিত। জাতিস্মরের টিম যে কষ্ট করে ছবিটা করেছিল তার ফল তারা হাতেনাতে পাচ্ছে৷ জাতিস্মর অস্কারের জন্য মনোনীত হয়েছে৷’

চলতি বছরের জানুযারি মাসে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র তৈরি হয়েছিল ১৯ শতকের বিখ্যাত লোকগায়ক হেনসম্যান অ্যান্টনিকে নিয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। এর আগে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ চলচ্চিত্রে হেনসম্যান অ্যান্টনি চরিত্রে অভিনয় করেছিলেন বাংলার মহানায়ক উত্তম কুমার৷ ‘জাতিস্মর’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, রিয়া সেন, রাহুল প্রমুখ৷

বাংলা চলচ্চিত্র হিসেবে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ই প্রথম ও শেষ অস্কার পুরস্কার জিতেছিল৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।