জাপানের পর মালয়েশিয়ায় মোস্ট ওয়েলকাম টু


প্রকাশিত: ০৪:২৩ এএম, ২৭ আগস্ট ২০১৪

দেশের পর বিদেশেও স্বাগত মোস্ট ওয়েলকাম টু। এবার জাপানের পর মালয়েশিয়ায় মোস্ট ওয়েলকাম টু জাপানের পরিবেশনা সংস্থা নিকাৎসু টোকিওর সাতটি প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রদর্শন করছে ছবিটি।

টোকিওতে প্রবাসী বাঙালিদের মধ্যে মোস্ট ওয়েলকাম টু ভালো সাড়া জাগিয়েছে। রাজধানীতে সাফল্যের আস্বাদে আগামী সপ্তাহে জাপানের অন্যান্য শহরেও ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে তারা। মোস্ট ওয়েলকাম টু ছবির নায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল এ উপলক্ষে এখন জাপানে অবস্থান করছেন।

এদিকে মালয়েশিয়ায়ও আগামী সপ্তাহে মোস্ট ওয়েলকাম টু ছবির প্রদর্শন শুরু হচ্ছে। ছবিটির মালয়েশীয় পরিবেশক মোশন পিকচার্স। একই সঙ্গে সিঙ্গাপুরেও ছবিটি প্রদর্শনের জন্য আলোচনা চলছে।

এদিকে মনসুন পিকচার্সের আগামী ছবির প্রি-প্রোডাকশন পর্বের কাজ চলছে। ছবির নাম হবে ‘অগ্রযাত্রার মহানায়ক: দ্য স্পাই’। বরাবরের মতো এ ছবিরও নাম ভূমিকায় থাকবেন অনন্ত জলিল। এখন ছবিটির কাহিনীবিন্যাসের কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।