পেছাল রংবাজ ছবির শুটিং, সমালোচনায় পরিচালক


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৫ এপ্রিল ২০১৭
ছবি : মঞ্জুরুল আলম

‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি সপ্তাহ খানেক আগেই জানিয়েছিলেন শনিবার (১৫ এপ্রিল) থেকে এই ছবির শুটিং শুরু হবে। খবর প্রকাশ হয়েছিলো আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখে অপু বিশ্বাসকে ঘরে তুলে বিকেলেই রওনা দেবেন তিনি পাবনার উদ্দেশ্যে।

কিন্তু হঠাৎ গেল বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন শাকিব। তার জন্য পিছিয়ে গেল শুটিং। এদিকে গতকাল শুক্রবার রাতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিত্রনায়িকা বুবলী হাসপাতালে ভর্তি হন। বাধ্য হয়ে শুটিং পেছাতে বাধ্য হয়েছেন নির্মাতা।

গতকাল বিকেলে ‌‌গুলশানের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত ‘রংবাজ’ ছবির মহরতে রনি জানান, ‘আগামী ১৭ এপ্রিল সোমবার থেকে পাবনায় রংবাজ ছবির শুটিং হবে। সেখানে উপস্থিত থাকবেন শাকিব-বুবলী। সেখানে টানা ১৪ দিন শুটিং করা হবে। এরপর ইন্ডিয়াতে শুটিং করা হবে।’

সেখানে শাকিব বলেন, ‘রংবাজ ছবির মাধ্যমে বুবলীর সঙ্গে চতুর্থবারের মত জুটি বেঁধে কাজ করতে যাচ্ছি। যেহেতু আগামী ঈদে ছবিটি মুক্তি দেয়া হবে, তাই আগামী ঈদ হবে ‘রংবাজ’ময়।’

তবে এই ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন শামীম আহমেদ রনি। চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে ছবি নির্মাণের আড়ালে রনির অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ, শাকিব খানের অসুস্থতার পরও সে তার শুটিং পেছাতে চায়নি। গতকাল নায়িকা অতিরিক্ত অসুস্থ হয়ে না পড়লে আজ শনিবারই শুরু হতো ছবিটির শুটিং।

সবাইকে অবাক করে দিয়ে অসুস্থ শরীরেই তাকে হাসপাতাল থেকে বের করে মহরতে আনা হয়েছে। এখানে অবাক করা ব্যাপার হয়েছে, সুস্থ শাকিবই সাধারণত কোনো মহরত বা প্রিমিয়ার বা সময়মতো শুটিংয়ে যান না। তবে অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল থেকে ‘রংবাজ’ ছবির মহরতে যাবার প্রয়োজন পড়ল কেন?

অন্যদিকে বুবলীর তিনদিন ধরেই ১০৩ ডিগ্রি জ্বর ছিলো। সবকিছু জেনেও এমন শরীর নিয়েও তাকে রনি বাধ্য করেছেন মহরতে আসতে। মহরতে থাকাবস্থায় চুপচাপ ছিলেন বুবলী। বুঝাই যাচ্ছিলো তিনি অস্বস্তিতে আছেন। অবশেষে প্রেশার কমে গিয়ে বুবলীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কেন রনির এমন তাড়াহুড়ো? নায়ক-নায়িকার শরীরের খারাপ অবস্থার মধ্যেও কেন মহরত করার এত প্রয়োজন পড়ে গেল? আর কেনইবা একটা সপ্তাহ বিশ্রাম দেয়া গেল না অসুস্থ নায়ক ও নায়িকাকে।

তার উপর শাকিবের মানসিক অবস্থাও এখন যথেষ্ট নড়বড়ে। যতোই তিনি স্ত্রী-পুত্রকে মেনে নেয়ার চেষ্টা করুন, অপুর কাছে হেরে যাবার দহন তার মনে জ্বলছেই। যত্রতত্র অপুর সমালোচনা করে তারই প্রমাণ দিচ্ছেন খান সাহেব। এতকিছু জেনে-বুঝেও রনির কীসের তাড়া? উত্তর খুঁজছেন অনেকেই।

বলা হচ্ছে ‘রংবাজ’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের বাংলাদেশে অবস্থিত তাদের প্রযোজনা প্রতিষ্ঠান মের্সাস রূপরঙ চলচ্চিত্র। তবে শোনা যাচ্ছে বুবলীকে খুশি রাখতে ছবিটি শাকিব নিজেই প্রযোজনা করছেন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।