ভাইরাস জ্বরে আক্রান্ত বুবলী


প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় বুবলীকে জরুরী বিভাগে ভর্তি করা হয়।

তার বোন সংগীতশিল্পী মিমি জাগো নিউজকে বলেন, দুদিন যাবত বুবলীর জ্বর ছিল। শুক্রবার সন্ধ্যায় ১০৩ ডিগ্রি জ্বর গায়ে নিয়ে সে রংবাজ ছবির মহরতে হাজির হয়। এরপর তার শরীর আরো খারাপ হয়। তখন তার চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, বুবলীকে ডাক্তার কয়েকটি টেস্ট করতে দেন। এরপর জানা যায় বুবলীর প্রেশার লো এবং সে ভাইরাস জ্বরে আক্রান্ত। বর্তমানে স্যালাইন দেওয়া হয়েছে তাকে। এখন এমার্জেন্সি থেকে তাকে নরমাল কেবিনে রাখা হয়েছে।

ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সুজন বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে বুবলী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত। শনিবার দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্ট দেয়া হবে, তারপর বিস্তারিত জানা যাবে।

শাকিবের নায়িকা হয়ে বুবলী অভিনীত অহংকার নামের একটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া সুস্থ হলে তিনি শাকিবের সঙ্গে রংবাজ নামের একটি ছবির কাজ শুরু করবেন

এনই/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।