শাকিব-অপু জুটির শেষ ছবি রাজনীতি!


প্রকাশিত: ১০:০১ এএম, ১২ এপ্রিল ২০১৭

চিত্রনায়ক শাকিব খান বলেছেন, তিনি তার স্ত্রী অপুর সঙ্গে আর জুটি বেঁধে অভিনয় করবেন না। শাকিবের মতে, ‘দর্শকরা স্বামী-স্ত্রীর অনস্ক্রিন (পর্দায়) রোমান্স দেখতে পছন্দ করেন না। তাদের ক্ষেত্রেও এমনটা হবে। তাই অপুর সঙ্গে নতুন করে আর কোনো ছবিতে দেখা যাবে না তাকে।’

তাদের জুটির নতুন ছবি দর্শকরা দেখার আগ্রহ পোষণ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমার কাছের মানুষ যারা আছেন তারা হয়তো ছবি দেখতে যাবেন। কিন্তু বৃহত্তর দর্শক যারা আছেন তারা আমাদের ছবি আর দেখতে যাবেন না।’

মঙ্গলবার রাত ১০টায় একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় অপুর সঙ্গে আগামীতে জুটি বেঁধে ছবি করা প্রসঙ্গের একটি প্রশ্নের উত্তরে শাকিব খান এমন মন্তব্য করেন।

শাকিবের কথার প্রেক্ষিতে হিসেব করলে স্পট করে বোঝা যাচ্ছে, তাদেরকে আগামীতে নতুন করে আর নতুন ছবিতে দেখা যাবে না। তাই শাকিব-অপু জুটির সর্বশেষ ছবি হতে যাচ্ছে ‘রাজনীতি’। যে ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এই ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এছাড়া ‘মা’, ‘লাভ এক্সপ্রেস ২০১৬’ নামের দু’টি ছবিতে অভিনয় করলেও সেগুলোর শুটিং অনেক বাকি। তাই মুক্তিও অনিশ্চিত বলা যায়। সেইদিক থেকে মুক্তির অপেক্ষায় থাকা এই জুটির একমাত্র ছবি ‘রাজনীতি’।

‘রাজনীতি’ ছবির মুক্তি প্রসঙ্গে নির্মাতা বুলবুল বিশ্বাস বলেন, ‌‘রাজনীতি কবে মুক্তি পাবে সেটা শিগগির জানাবো। তবে বৈশাখ উপলক্ষে এই ছবিতে অপুর একটি লুক প্রকাশ করা হবে আগামী ১৫ তারিখ। এরপর আনিসুর রহমান মিলন ভাইয়ের একটি সলো পোস্টার প্রকাশ করা হবে। সবশেষে সবাইকে নিয়ে একটি পোস্টার আসবে।’

তিনি আরও বলেন, ‘আমি সব প্রস্তুতি শেষ করছি। শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে। ছাড়পত্র পেলেই ঘোষণা করবো ছবি মুক্তির তারিখ।’

উল্লেখ্য, এ পর্যন্ত শাকিব-অপু জুটি বেঁধে ৭২টি ছবিতে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে এই জুটির আগম ঘটে ঢাকাই চলচ্চিত্রে। এরপর ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, তোর কারণে বেঁচে আছি, ‘কিং খান’, ‘বুক ফোটে তো মুখ ফোটে না’, ‘মাই নেম ইজ খান’ ছাড়াও অনেক ছবিতে অভিনয় করেছেন। তাদের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হচ্ছে ‘সম্রাট’।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।