আহারে কী সুন্দর বাচ্চাটা


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১০ এপ্রিল ২০১৭

প্রকাশ্যে এসেছে শাকিব-অপুর বিয়ের খবর। গতকাল সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

শাকিব তার ছেলের স্বীকৃতি দিতে চাইলেও অপুর দায়িত্ব নিতে চাচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বইছে ঝড়। সাধারণ মানুষদের মতো তারকারাও এই ঘটনায় ব্যক্ত করছেন তাদের প্রতিক্রিয়া।

অভিনেত্রী মৌসুমী নাগ আব্রাহাম খান জয়কে উদ্দেশ্য করে লিখেছেন, “আহারে কী সুন্দর বাচ্চাটা…”

পূর্ণিমা অপুকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, “ওয়েলকাম ব্যাক, অপু বিশ্বাস!”

বিপাশা হায়াত শাকিবকে ট্যাগ করে স্ট্যাটাস দিয়েছেন, “কি করলো এইটা শাকিব খান?”

অভিনেত্রী লামিয়া মিমো লিখেছেন, “আব্রাহাম খান জয়! জুনিয়র শাকিব খান… বেশি কিউট… মাশাল্লাহ”।

ফারহানা নিশো লিখেছেন, “অপু বিশ্বাস… এখন যেহেতু প্রশ্নটি একটি শিশুর (জয়)…তার পুরো অধিকার রয়েছে বাবা-মায়ের স্নেহ পাওয়ার।”

এছাড়া অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, ফ্যাশন ডিজাইনার ও গায়ক বিপ্লব সাহাসহ আরও অনেক তারকাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অপু বিশ্বাসের সাক্ষাৎকারের অংশবিশেষ।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। গেল বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন