বাচসাসের নির্বাচন ১০ মে


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৯ এপ্রিল ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)’র নির্বাচন তফসিল ঘোষণা করেছে বাচসাস নির্বাচন কমিশন। আগামী ১০ মে বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনিটি।

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ এপ্রিল সন্ধ্যা ৭টা, খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি ১১-১২ এপ্রিল সন্ধ্যা ৭টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র বিক্রি ১৪-১৫ এপ্রিল ৫টা থেকে সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল রাত ৯টা, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল ৫টা থেকে রাত ৯টা, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২০ এপ্রিল রাত ৯টা, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ এপ্রিল সন্ধ্যা ৭টা।

শনিবার বাচসাস প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই পুর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়। এতে ৭ সদস্য বিশিষ্ট কমিশনের সবাই উপস্থিত ছিলেন।

নির্বাচন সংক্রান্ত যে কোনো যোগাযোগ করা যাবে বাচসাস নির্বাচন কমিশন কার্যালয়, ৬৩/১ পাইওনিয়ার রোড, কাকরাইল, ঢাকা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।