নারীদের আত্মরক্ষার কৌশল শেখাবেন বিপাশা


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ এপ্রিল ২০১৭

বলিউডের লাস্যময়ী তারকা বিপাশা বসু বিয়ের পর বেশ সুখের সময় পার করছেন। বর্তমানে রুপালি পর্দার চাইতে ব্যক্তিগত লাইফস্টাইলের প্রতিই বেশি আগ্রহ এই তারকার। ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেলিং আর নিজের ফিটনেস স্কুল নিয়ে।

সম্প্রতি ভারতীয় নারীদের জন্য একটি সেবামূলক কাজের পরিকল্পনা হাতে নিয়েছেন বিপাশা। মুম্বাই, দিল্লী ও কলকাতায় নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে কারাতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই স্কুল খোলা নিয়ে বিপাশা ভারতীয় গণমাধ্যমে জানান, ‘ভারতে দিন দিন নারীদের অনিরপত্তার হার বেড়েই চলছে। প্রতিনিয়তই নারীরা শিকার হচ্ছেন ধর্ষণসহ নানান রকম শারিরীক নির্যাতনের। আর এসব থেকে মুক্তি দিতেই আগ্রহী নারীদের কারাতে স্কুলে শত্রুর হাত থেকে আত্মরক্ষার কৌশল শেখাতে চাই।’ ইতোমধ্যেই স্কুলগুলোর আইনি সম্মতি যোগাড় করে ফেলেছেন নায়িকা। খুব শিগগিরই চালু হবে এই কার্যক্রম।

বিপাশা দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গেল বছর বিয়ে করেন প্রেমিক কারান সিং গ্রোভারকে।  তারপর দীর্ঘ ৮ মাস শোবিজে বিপাশার উপস্থিতি নেই বললেই চলে। আপাতত কারাতে স্কুলের খবর দিয়েই ভক্তদের সন্তুষ্ট রাখলেন এই অভিনেত্রী।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।