অবশেষে নির্বাচনে আসছেন অমিত হাসান


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৮ এপ্রিল ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ৫ মে (শুক্রবার)। ২০১৭-১৮ মেয়াদের এই  নির্বাচনে লড়বে দু’টি প্যানেল। একটি মিশা সওদাগর ও অন্যটি ওমর সানি। তাদের দু’জনের মধ্যে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে; এমন আওয়াজ ভেসে বেড়াচ্ছে চিত্রপুরিতে।

মিশার প্যানেলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান চূড়ান্ত হলেও ওমর সানির প্যানেলে সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলতি বছরের প্রথমে ফেরদৌসের কথা শোনা গিয়েছিল। এরপর ফেরদৌস সরে গেলে নাম আসে ইলিয়াস কোববার।

তবে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ওমর সানির প্যানেলে সাধারণ সম্পাদক পদের নির্বাচনে থাকছেন না ইলিয়াস কোবরাও। জানা গেছে, প্রথমদিকে এবারের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলেও শেষমেষ নির্বাচনে আসছেন জনপ্রিয় অভিনেতা ও শিল্পী নেতা অমিত হাসান। জাগো নিউজকে এই খবরটি নিশ্চিত করেছেন সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অমিত নিজেই।

তিনি বলেন, ‌‘এবারের নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে ছিল না। কিন্তু সিনিয়র শিল্পীরা চাচ্ছেন আমি আবারও নির্বাচন করি। সিনিয়রসহ শিল্পীদের অধিকাংশের দাবি, গত ২০১৫-২০১৬ মেয়াদে সাধারণ সম্পাদক পদে আমার পারফমেন্স সন্তোষজনক। তাই সকলের চাওয়ায় আমি ওমর সানির প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছি।’

অমিত হাসান বলেন, ‘আজ শনিবার (৮ এপ্রিল) নির্বাচনে ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী দু-চার দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

নির্বাচনে সভাপতি পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন ওমর সানি। কারণ, চলচ্চিত্র সংশিষ্ট যে কোনো আয়োজনে, শিল্পীদের সুখে-দুঃখে তিনি পাশে দাঁড়িয়েছেন সবসময়। আর তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে অমিত হাসান নির্বাচনে অংশ নিচ্ছেন কি না জানতে চাইলে ওমর সানি বলেন, ‘প্রাথমিকভাবে কথা হয়েছে। অমিত হাসান আমার সঙ্গে নির্বাচন করতে চাইলে তাকে মোস্ট ওয়েলকাম জানাই। শিগগির আমার প্যানেলের সদ্যদের নাম ঘোষণা করলে সবাই জানতে পারবেন।’

কিছুদিন আগে ইলিয়াস কোবরা ঘোষণা দিয়েছিলেন তিনি ওমর সানির প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। তাহলে কি সরে যাচ্ছেন? কোবরা বলেন, ‘সানি ভাই ও ওনার স্ত্রী মৌসুমি ছাড়াও সকলে যেটা চাইবেন সেটা হবে। তবে এ নিয়ে আমার আফসোস নেই। আমরা সবাই মিলে চলচ্চিত্রের উন্নয়ন চাই।’

উল্লেখ্য, অমিত হাসান বিদায়ী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। ২০১৫-১৬ মেয়াদে তিনি মিশাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। আর আগামী ২০১৭-১৭ মেয়াদের নির্বাচনে দুই প্যানেল থেকে মোট ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।