শিডিউল ফাঁসানো নিয়ে মুখ খুললেন সারিকা


প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

সারিকার বিরুদ্ধে বিজ্ঞাপনের শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নির্মাতার ভাষ্য, বুধবার (৫ এপ্রিল) দিনভর মানিকগঞ্জে রাঙাপরী মেহেদির বিজ্ঞাপনে অংশ নেয়ার কথা ছিল সারিকার। সবকিছুই চূড়ান্ত ছিল।

সারিকার সঙ্গে কথা ছিল আগেরদিন (মঙ্গলবার) সন্ধ্যায় ইউনিটের গাড়িতে সে মানিকগঞ্জ যাবে। তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরেই শুটিং করবো। কিন্তু সময়মতো সারিকার কোনো খোঁজ পাননি নির্মাতা।

আরিয়ান বলেন, ‘এরপর রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি। এতে উপায় না পেয়ে লোকসানের ভয়ে পূর্ণিমা আপাকে চূড়ান্ত করি। তাকে নিয়েই শুটিং করা হলো!’

সারিকা এই ঘটনার পর বুধবার সন্ধ্যায় এই বিজ্ঞাপনের জন্য তাকে কুপ্রস্তাবের অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটি নিয়ে বেশ আলোচনা চলছে।

আর মুঠোফোনে জাগো নিউজকে সারিকা বলেন, ‘ইউনিটের সঙ্গে শুটিংয়ে যাবো এমন কোনো কথা হয়নি। আমার আলাদা স্থানে শুটিং ছিল। মঙ্গলবার সেখানে শুটিং করি। এরপর সন্ধ্যায় আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। তারপর আর যোগাযোগ করতে পারিনি। পরে উনারা অন্য শিল্পীকে নিয়ে শুটিং করেছেন। এতে আমার দোষটা কোথায়!’

সারিকা বলেন, ‘বুধবার সময়মতো আমি শুটিংয়ে হাজির হই কিনা সেটা দেখলেই পারতো। কিন্তু তারা সেটা করেনি। উলটো আমার বিরুদ্ধে অভিযোগ।’

তাহলে কুপ্রস্তাবের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস কেন দিলেন? সারিকা বলেন, ‘আমি তো কারও নাম মেনশন করে স্ট্যাটাস দেইনি। এখানে কারও গায়ে টেনে নেয়ার মতো কিছু আছে বলে মনে করি না। এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।’

রাঙাপরীর এই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে। এই বিজ্ঞাপনে সারিকার বদলে কাজ করছেন পূর্ণিমা এবং তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইমন।

এনই/এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।