নববর্ষে আনন্দের গানে বিউটি, সালমা ও ঐশী


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৪ এপ্রিল ২০১৭

আনন্দের গান ১, ২ ও ৩ এর সফল ধারবাহিকতায় এবার বৈশাখ উপলক্ষে সংগীতার ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে সিকুয়্যাল অ্যালবাম ‘আনন্দের গান-৪’। সজীব দাস ফিচারিং তারেক আনন্দের কথায় এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তিনি সংগীতশিল্পী বিউটি, সালমা, ও ঐশী।

তিন গানের অ্যালবামটি সাজানো হয়েছে ফোক গানে। বিউটি কণ্ঠ দিয়েছেন ‘প্রেমসাধনা’, সালমার কণ্ঠে শোনা যাবে ‘সুখের বাত্তি’ ও ঐশীর কণ্ঠে ‘জীবনচাকা’ শিরোনামের গান।

গান প্রসঙ্গে অ্যালবামের গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘ফোঁক সংগীত আমাদের প্রাণের খোরাক মেটায়। শিকড়ের একটা টান খুঁজে পাওয়া যায়। নিজেকে খুঁজে পাওয়া যায়। সেই ভাবনা থেকেই এই অ্যালবামটির আয়োজন করেছি প্রিয় তিন শিল্পীকে নিয়ে। আশা করছি বিউটি, সালমা ও ঐশীর গানে শ্রোতাদের এবারের বৈশাখ রঙিন কাটবে।’

বিউটি বলেন, ‘শূন্য মনে প্রেমখানা ওড়াউড়ি করে, শুদ্ধ মনেতেই প্রেম বসত গড়ে, জগৎ সংসারের প্রেম কতনা বিচিত্র, খাঁটি প্রেম পাইতে হইলে, খাঁটি মানুষ হইতে হয়’- এমন কথায় সাজানো গানটি গেয়েছি আমি। চমৎকার কথাগুলো। সজীব দাস দাদা সুরও করেছেন সুন্দর। শ্রোতারা আমার কণ্ঠে যে ঢঙ্গের গান শুনতে চান ঠিক সেরকমই হয়েছে গানটি। আশা করছি শ্রেতাদেরও ভালো লাগবে।’

সালমা বলেন, ‘সুখের বাত্তি’ গানটি অনেক ভালো লেগেছে। শ্রোতাদের গানটি শুনে মন ভরবে।’

ঐশী বলেন, ‘আলোতে কষ্ট আন্ধারেও কষ্ট, কষ্ট পরাণ সহে না, দিনশেষে কষ্ট বাড়ে বন্ধু তোর যন্ত্রণায়, শূন্যের ওপর দাঁড়াইয়াছি, জীবন চাকা ঘোরে না’- এম কথার ‘জীবনচাকা’ গানে কণ্ঠ দিয়েছি আমি। গানের কথা, সুর ও সংগীত এক কথায় অসাধারণ। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, ‘এই প্রথম ফোক গান করার সাহস করলাম তারেক আনন্দ ভাইয়ের জন্য। তিন শিল্পীর কণ্ঠেই শোনা যায় বেশিরভাগ ফোক গান। আমি চেষ্টা করেছি তাদের গায়কীতে নতুন কিছু তুলে আনতে। কতটা পেরেছি সেটা শ্রোতারাই বলবেন।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।