মুস্তাফিজের প্রিয়া হবে এসো রাণী


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২২ এপ্রিল ২০১৫

প্রকাশ হলো অভি মোস্তাফিজের প্রথম নজরুল সঙ্গীতের একক অডিও সিডি ‘প্রিয়া হবে এসো রাণী’। অডিও সিডিটিতে সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

এতে বিভিন্ন ধাঁচের ১১টি নজরুল সঙ্গীত রয়েছে। গানগুলো হলো- মোর প্রিয়া হবে এসো রাণী, খেলিছো এ বিশ্ব লয়ে, নতুন পাতার নূপুর বাজে, মেঘ বরণ কন্যা, সে চলে গেছে বলে, নয়ন ভরা জল, স্বপ্নে দেখি একটি নূতন ঘর, দোলন চাঁপা বনে দোলে, বনের হরিণ আয়রে, পদ্মার ঢেউ রে এবং আমি যার নূপুরের ছন্দ।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে কন্ঠ শিল্পী অভি মোস্তাফিজের এর প্রথম আধুনিক গানের একক অডিও-ভিডিও অ্যালবাম খাজা ইলেকট্রনিক্সের ব্যানারে এবং ১৯৯৭ সালে ‘শান্ত বিকেলে’ শিরোনামে আধুনিক গানের দ্বিতীয় অডিও অ্যালবাম ‘গানের কলি’ থেকে প্রকাশ পায়। এছাড়া, আরো দুটি মিশ্র অডিও অ্যালবামে কণ্ঠ দেন তিনি।

নজরুল সঙ্গীতের প্রতি বিশেষ ভালো লাগা থেকে অভি মোস্তাফিজ বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন, শিল্পী সোহরাব হোসেন এবং সুধীন দাশ- এর কাছে এ ধারার গানে তালিম নেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।