বাহুবলীর আসল নাটক যেখানে


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০১ এপ্রিল ২০১৭

সবাই অপেক্ষা করছেন ‌আলোচিত ছবি ‌‘বাহুবলী’র মুক্তির। কেননা, ছবির নতুন সিরিজেই জানা যাবে বাহুবলীকে কেন খুন করলেন কাটাপ্পা? সবার ধারণা এই কারণ জানতেই জমে উঠবে এবারের পর্বটি।

কিন্তু ছবির মূল রহস্য নাকি লুকিয়ে আছে অন্য জায়গায়। ‌এ দাবি পরিচালক এস এস রাজামৌলির। তিনি গণমাধ্যমে দাবি করেন, ‘খাটাপ্পার হাতে বাহুবলীর মৃত্যুই শুধু নয়। বাহুবলীর সৎ মা শিবগামী এবং তার স্ত্রী দেবসেনার সম্পর্কের মধ্যেই লুকিয়ে রয়েছে এ ছবির নাটক। এই দুই চরিত্রে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন এবং অানুশকা শেট্টি।’

রাজামৌলি আরও বলেন, ‘শিবগামী একটি বোল্ড চরিত্র। দেবসেনার চরিত্রও সমান গুরুত্বপূর্ণ। ২০-৩০ মিনিটের সিকোয়েন্সে এদের মধ্যেকার ভালবাসা-ঘৃণার সম্পর্ককে ধরা হয়েছে। পুরো বিষয়টা খুবই নাটকীয়। আমি যত বার দেখি সম্পাদনা করতেই ভুলে যাই।’

ছবিটি আগামী ২৮ এপ্রিল মুক্তি দেয়া হবে রুপালি পর্দায়। আপাতত ট্রেলারেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।