হয়ে গেল বাপ্পী-জলির ছবির মহরত


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৯ মার্চ ২০১৭

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘ডেঞ্জার জোন’ শিরোনামের একটি ছবিতে। এই ছবিটি পরিচালনা করবেন নবীন নির্মাতা বেলাল সানি। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত হয়ে গেল।

জমকালো এই মহরতে উপস্থিত ছিলেন বাপ্পী, জলি, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, বেলাল সানি ছাড়াও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

‘ডেঞ্জারজোন’ ছবিটি নির্মিত হবে থ্রিলারধর্মী গল্পে সাইন্স ফিকশনের আদতে। ছবিটি প্রসঙ্গে নায়ক বাপ্পী বলেন, ‘ডেঞ্জার জোন’ ছবির গল্পটি আমার ভালো লেগেছে। গল্পই ছবির টার্নিং হবে।’

তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে সানি নবীন। ছবির গল্প এবং কাটুনা আকারে এর একটি ডেমো যখন সে আমাকে দেখায় তখনই আমি কাজ করতে রাজি হই। ‘ডেঞ্জার জোন’ ছবিটি নিয়ে নির্মাতা সানি ভালো পরিশ্রম করছে। আমার বিশ্বাস তৈরি হয়েছে ও পারবে। ওর টিমওয়ার্কও খুব ভালো। যার কারণে গুছিয়ে কাজ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমার চরিত্রেও বেশ চ্যালেঞ্জ ও চমক থাকছে। আশা করছি ব্যতিক্রমী গল্পের এই ছবিটি মন জয় করবে সবার।’

Joly

নায়িকা জলি বলেন,  ‘ডেঞ্জার জোন’ ছবিতে অভিনয়ের জন্য ২০ মার্চ সাইন করেছি। জাজ’র বাইরে প্রথমবারের মতো কাজ করলেও সেখান থেকে বের হইনি। আগামীতে তাদের ছবিতে ডাকলে সেখানেও কাজ করব। বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আমাদের জুটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি।’

নির্মাতা বেলাল সানি বলেন, ‘ডেঞ্জার জোন’ ছবিটিতে অনেক অ্যানিমেশন থাকবে। মাস দুয়েক পর ছবির শুটিং শুরু করব। একেবারেই মৌলিক গল্প নিয়ে ‘ডেঞ্জার জোন’ নির্মিত হবে। কয়েক বছর গল্পটি নিয়ে গবেষণার পর ছবি নির্মাণে হাত দিয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’

সাকসেস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটিতে দেখা যাবে চলচ্চিত্রের আরও অনেক প্রিয় মুখ। থাকবে বেশ কিছু শ্রুতিমধুর গানও।  

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।