মৌলিক গল্পের বিনোদনে মুগ্ধ করবে সুলতানা বিবিয়ানা : বাপ্পী


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৭ মার্চ ২০১৭

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (৩১ মার্চ)। কয়েক দফা মুক্তি পেছালেও ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এই ছবিটি এবার আর হেরফের হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে।

তরুণ নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে বাপ্পীর সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন আঁচল। জাগো নিউজের সঙ্গে আলাপে ‘সুইটহার্ট’খ্যাত নায়ক এই ছবিটি নিয়ে তার প্রত্যাশার কথা জানালেন।

বাপ্পী বলেন, ‘এই ছবির গল্পটাই হচ্ছে ছবির প্রাণ। একেবারেই দেশি গল্প। যেটা আমাদের গল্প। এখানে কোনো তামিল, তেলেগু কিংবা হলি-বলি গল্পের আবহ নেই। গ্রামীণ প্রেমের মৌলিক গল্প।’

Bappy 1

সুলতানা বিবিয়ানা ছবি দর্শকরা সাদরে গ্রহণ করবেন এই আশা বুক বেঁধে আছেন বাপ্পী। তিনি বলেন, ‘অধীর অপেক্ষায় আছি ছবিটি মুক্তির দর্শকদের রিঅ্যাক্ট দেখার জন্য। তবে আমি শতভাগ বিশ্বাস করি বাংলা ছবির দর্শকরা ছবিটি গ্রহণ করবেন।’

‘সুলতানা বিবিয়ানা’ ছবির বেশিরভাগ চিত্রায়ণ হয়েছেন যশোরের গদখালীতে। সেখানে দেশের সবচেয়ে বড় ফুল চাষ কেন্দ্র। এই ছবির মাধ্যমেও মানুষ জানতে পারবেন ফুল চাষের সার্বিক পরিবেশ। বাপ্পীর কথায়, ‘আমি জানতাম না কিভাবে ফুল গান রোপন করতে হয়, পরিচর্যা করতে হয়। সেখানে শুটিং করতে গিয়ে ফুলের চাষ করা শিখেছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা।‘

আরও বলেন, ‘রাজধানীরসহ সারাদেশে প্রতিদিন এতএত ফুল পাওয়া যায়। তার সিংহভাগই সাপ্লাই দেয়া হয় ওখান থেকে। সেখানেই আমরা শুটিং করেছি। চমৎকার লেগেছে সবকিছু। এই পুরো পরিবেশটা সুলতানা বিবিয়ানা ছবির ক্যামেরায় ফুটে উঠবে।’

যোগ করে বলেন, ‘ছবির গানগুলো অনেক চমৎকার। বিশেষ করে ছবি মুক্তির আগেই ‘তুমি আমার’ গানটি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। ট্রেলারও দর্শকরা গ্রহণ করেছেন।’ সবশেষে বাপ্পী বলেন, ‘শুক্রবার ছবিটি মুক্তি পেলে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখুন। তারপর ভালোমন্দ সমালোচনা করুন। কিন্তু ছবি না দেখে অন্যের কথায় সমালোচনা পাত্তা দেবেন না। আমার বিশ্বাস সবাই ছবিটি দেখে আগামীতে আরও ভালো কাজে ইন্সপায়ার করবেন।’

Bappy 2

‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে বাপ্পী-আঁচল ছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, অমিত হাসান প্রমুখ। সুলতানা বিবিয়ানার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন।

বাপ্পী অভিনীত সর্বশেষ ‘মিসডকল’ ছবিটি মুক্তি পেয়েছে। বর্তমানে এই নায়ক অভিনয় করছেন ‘প্রেমের বাঁধন, ‘পাগলামি’ ছাড়াও বেশকিছু ছবিতে। আগামীতে আরও নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে এই নায়কের।
     
এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।