যৌনতার অভিযোগে কিমের ছবিকে না


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

`যৌনতার প্রতীক`, এই অভিযোগে বিশ্বের সর্বাপেক্ষা চর্চিত `গ্ল্যামার কুইন` কিম কারদাশিয়ানের নাম ও ছবি প্রকাশে অনীহা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি রক্ষণশীল ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কিম কারদাশিয়ান `পর্নোগ্রাফির প্রতীক`, তাই তার নাম ও ছবি প্রকাশ সম্ভব নয়।

এমনটাই জানিয়েছেন `কিকার হাশাব্বত` নামের ইসরায়েলি অনলাইন ওয়েবসাইটটির কর্তা নিসিম বেন হাইম। কিমের নাম বা ছবি প্রকাশ করলে রক্ষণশীল ইহুদিদের ভাবাবেগে আঘাত লাগবে বলেও জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে কিম তার স্বামী ক্যানইয়ে ওয়েস্টকে সঙ্গে নিয়ে জেরুজালেমের মেয়র নির বরকতের সঙ্গে একটি রেস্তরাঁয় বসে রয়েছেন। ছবিটিতে অস্পষ্ট করে দেওয়া হয়েছে কিমকে এবং তার জায়গায় রেস্তরাঁর একটি বিলকে সম্পাদনা করে সামনে রাখা হয়েছে।

এমনকি তার নাম না নিয়ে কিমকে `ক্যানইয়ে ওয়েস্টের স্ত্রী` নামে সম্বোধন করা হয়েছে। জেরুজালেমের এই ওয়েবসাইটটি এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ছবিও ওয়েবসাইটে রাখেনি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।