মামলা রেখে বিলাসিতা করতে পারি না : প্রধান বিচারপতি


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৮ এপ্রিল ২০১৫

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা উচ্চ আদালতের বিচারকদের উদ্দেশে বলেছেন, তিন লাখ মামলা রেখে আমরা বিলাসিতা করতে পারি না। আমরা বছরে ১৮৬ দিন ছুটি নিতে পারি না। শুক্রবার  দুপুরে সুপ্রিমকোর্ট মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী উৎসবে প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমরা যদি যোগ করি, তাহলে ছয় মাসের অতিরিক্ত ছুটি একজন বিচারক ভোগ করেন। এটা রিয়েলিটি (বাস্তবতা)। এটা আমরা কেউ ধামাচাপা দিতে পারব না। এই ছুটি নিয়ে আমরা যদি এ রকম চলি তাহলে তিন লাখ মামলা থেকে পরবর্তী ১০ বছরে ১০ লাখ মামলা হবে।

প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের মধ্যে যেমন বিভাজন আছে, তেমনি আইনের শাসনের প্রতিও শ্রদ্ধাশীল নন অনেকে। যাদের মধ্যে আছে রাজনৈতিক দল আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তিনি বিচারালয়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে বলেন, বিচারপতি আছেন, আইনজীবী নেই। আবার আইনজীবী আছেন, বিচারপতি নেই। এমন নানা কারণেই বিচার বিভাগে ঝুলে আছে প্রায় তিন লাখ মামলা। নিজে উদ্যোগী হয়ে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইলেও সব সময় সবার সহযোগিতা পাওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল ১৫ হাজার ৩৪৬টি। এর মধ্যে দেওয়ানি ১২ হাজার ৪১৭টি, ফৌজদারি দুই হাজার ৮৭২টি ও অন্যান্য ৫৭টি মামলা। একই সময়ে হাইকোর্টে বিচারাধীন মামলা ছিল ৩ লাখ ৬১ হাজার ৩৮টি। যার মধ্যে দেওয়ানি ৮৪ হাজার ৪১৬ ও ফৌজদারি ২ লাখ ৯ হাজার ৫৫১টি মামলা।গতকালের অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, বছরের প্রায় অর্ধেক সময় ছুটিতে কাটালে ভুক্তভোগী মানুষজনের কষ্ট বাড়বে ছাড়া কমবে না। তিনি বলেন, আইনজীবীদের দলাদলির কারণে তারা নিজেরাই সমস্যায় পড়ছেন। তাই দিন শেষে সবাইকে যার যার জায়গা থেকে আত্মসমালোচনা করে, পরদিনের কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।