আসছেন বীরাঙ্গনা স্পর্শিয়া


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২১ মার্চ ২০১৭
ছবি : মাহবুব আলম

শুটিং শেষ হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানিশাকাল’র। নারায়নগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন লোকেশানে এর চিত্রায়ন করা হয়েছে। ছবিটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস।

এতে বীরাঙ্গনা চরিত্রে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার চরিত্রের নাম ফাতেমা। এই প্রথমবার বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করলেন তিনি। অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এমন একটি চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করতে পেরে আমি ধন্য মনে করছি অভিনয় জীবনকে। সাধারণত মুক্তিযুদ্ধের গল্পগুলোতে বীরাঙ্গনাদের গল্প খুব একটা থাকে না। সেইদিক থেকে এই ছবিটি নতুন মাইলফলক হবে। নতুন প্রজন্মের দর্শক অনুধাবন করতে পারবেন নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে এদেশের নারীদের কতোটা করুণ পরিণতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এই ছবির পরিচালক ইরানী বিশ্বাসের প্রতি আমি কৃতজ্ঞ। অভিনয় সমৃদ্ধ একটি চরিত্রে কাজ করার সুযোগ তারা আমাকে দিয়েছেন। আমি মনে করি এই ছবি ও চরিত্রটি আমার অভিনয় জীবনকে সমৃদ্ধ করবে। সবাইকে ছবিটি দেখার অামন্ত্রণ জানাচ্ছি।’

ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কাজ করা সম্পর্কে পরিচালক বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজটি করতে পেরে আমি খুবই আনন্দিত। হঠাৎ করে একটা বড় সুযোগ চলে আসবে ভাবতেই পারিনি। বিষয় মুক্তিযুদ্ধ, কিন্তু কোন দিকটা নিয়ে কাজ করতে চাই সেটা ছিল আমার নিজের জন্য চ্যালেঞ্জ। আমি এই পর্যন্ত অনেকগুলি মুক্তিযুদ্ধের ফিল্ম, টেলিফিল্ম, নাটক দেখে ফেলেছি। সব জায়গায় একটা বিষয়ের অভাব বোধ করেছি। সেটা হলো বীরঙ্গনাদের ব্যারাক জীবন। অর্থাৎ ৯ মাসে তারা পাকিস্তানি ক্যাম্পে যে অমানবিক জীবন যাপন করেছেন, তার সঠিক চিত্র কোথাও তুলে ধরা হয়নি।’

তিনি আরও বলেন, ‘কাজটি করার আগে প্রচুর হোমওয়ার্ক করেছি। অনেকগুলো সিনেমা দেখেছি। মুক্তিযুদ্ধের বই পড়েছি। অনেক মুক্তিযোদ্ধার কাছে ইতিহাসের এই পর্যায়ে আলোচনা করেছি। আমি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে সত্যি আজীবন কৃতজ্ঞ। ইতিহাসের এমন বিষয় নিয়ে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। নিজের দায়বদ্ধতা থেকে করার চেষ্টা করেছি। এ কাজটির মাধ্যমে আমার নির্মাণশৈলীতে ব্যতিক্রমী সংযোজন করার চেষ্টা করেছি। আশা করি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

ইরানি বিশ্বাস জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস বন্দী অবস্থায় যে বিভৎস নির্যাতনের শীকার হয়েছিল নারীরা, তারই খন্ডচিত্র তুলে ধরা হয়েছে এক ঘণ্টাব্যাপী ‘অমানিশাকাল’ ছবির পটভুমিতে।

ছবিটিতে আর্মি মেজর জেনারেল চরিত্রে মাহমুদুল ইসলাম মিঠু, রাজাকার নাসির আলী চরিত্রে চঞ্চল সৈকতকে দেখা যাবে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাফিজুর রহমান সুরুজ, রিমু রোজা, আফ্ফান মিতুল, রেশমী রেশমা, রাইসা, বিউটি, এবং নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল থিয়েটার গ্রুপের সদস্যরা।

স্বল্পদৈর্ঘ্য ছবিটি শিগগিরই দর্শকদের সামনে উপস্থাপন করা হবে বলে জাগো নিউজকে জানান নির্মাতা ইরানি বিশ্বাস।

এদিকে স্পর্শিয়া বর্তমানে বেশ কিছু নাটক-টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি কাজ করছেন অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ নামের ছবিতে। একইভাবে তাকে দেখা যাবে নির্মাণাধীণ ‘কাঠবিড়ালী’ নামের একটি চলচ্চিত্রেও।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।