জঙ্গিবিরোধী কনসার্টে গাইবেন জেমস
দেশের মানুষ জঙ্গিহামলা নিয়ে উৎকণ্ঠায় ভুগছে সবসময়। চলমান এই সংকট ও জঙ্গিবাদকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ আয়োজন করেছে ‘জঙ্গিবিরোধী কনসার্ট’।
মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে শুক্রবার (২৪ মার্চ)। সচেতনতামূলক এ আয়োজনে গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস।
এ প্রসঙ্গে জেমস গণমাধ্যমকে বলেন, ‘তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কনসার্টে গান পরিবেশন করবো। আশা করি খুব ভালো একটি কনসার্ট হবে। যারা এমন একটি উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণদের মাঝে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন। জেমসের সঙ্গে এতে আরও অংশ নেবেন শীর্ষস্থানীয় সাতটি ব্যান্ড। এগুলো হলো- মাকসুদ ও ঢাকা, চিরকুট, শিরোনামহীন, ভাইকিংস, আর্টসেল, শূন্য ও অ্যাবস্ট্র্যাকশন্স।
জানা গেছে, বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত কনসার্টটি সব দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
এনই/এলএ/এইচএন/বিএ