বাংলাদেশি টেলিছবিতে বিপিএল তারকা পামেলা


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২০ মার্চ ২০১৭

পুরো নাম পামেলা সিং ভুতোরিয়া। ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার সেমি ফাইনালিস্ট ছিলেন তিনি। এরপর জড়িয়েছেন স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলসহ নানা টিভির অনুষ্ঠান উপস্থানায়। তারকাখ্যাতিও পেয়েছেন তিনি।

শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও চলচ্চিত্রেও রয়েছে তার সফল পথচলা। বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘টান’ ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শক। তবে বাংলাদেশের খেলাধুলা বিশেষ করে ক্রিকেটাঙ্গনেও তিনি পরিচিত মুখ। গেল ২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করছেন তিনি।

এবার হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি বিনোদন আয়োজনেও। আসছে রোজা ঈদ উপলক্ষে নির্মিত ‌‌‘অনুপমা’ নামের একটি টেলিছবিতে অভিনয় করবেন পামেলা। আলম আশাদ মিন্টু পরিচালিত টেলিছবিটিতে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে।

Pamela

জাগো নিউজের সঙ্গে আলাপকালে পামেলা সিং ভুতোরিয়া বলেন, ‘টেলিছবিটির ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। এর গল্পটি আমি পড়েছি। খুবই চমৎকার লেগেছে। এর নাম ভূমিকায় ডাক্তার চরিত্রে কাজ করব। জীবন যে কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে সেটি দর্শক এ নাটকে নতুন করে উপলব্দি করবেন। আমি সাধারণত কাজের মানকে প্রাধান্য দিয়ে থাকি। সেদিক থেকে আশা করছি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে ‘অনুপমা’ টেলিছবিতে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বরাবরই আমার দ্বিতীয় পছন্দের দেশ। বহুবার বাংলাদেশে গিয়েছি। ওখানে অনেক বন্ধু আছে আমার। গেল বছর বিপিএল উপলক্ষে অনেকটা সময় কাটিয়েছি ঢাকা-চট্টগ্রামে। সেখানে অনেক মজার স্মৃতি আছে। বাংলাদেশে কোনো কাজের সুযোগ হলেই ভালো লাগে। আমি শুনেছি সজল ওখানকার খুব জনপ্রিয় অভিনেতা। ওর সঙ্গে অভিনয় করাটাও এনজয় করব আশা কর।’

বাংলাদেশি চলচ্চিত্রে প্রস্তাব পেলে কাজ করবেন কি না জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি বাংলাদেশের শিল্প-সংস্কৃতির যে কোনো অঙ্গনে কাজ করতে আগ্রহী। ওখানকার অনেক গান আমার পছন্দ। অনেক গায়ক, অভিনয়শিল্পীদের পছন্দ করি। তাদের সঙ্গে কাজের সুযোগ পেলে আমি খুব আনন্দ নিয়েই করব।’

পরিচালক আলম আশাদ মিন্টু বলেন, ‘আপাতত সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই (এপ্রিল) শুটিং শুরু হবে টেলিছবিটির। কলকাতায় টানা ‍দুইদিন ও ঢাকায় একদিন হবে দৃশ্যধারণ।’

তিনি নিশ্চিত করেন, আসছে রোজা ঈদে এন লিমিটিডে এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত টেলিছবিটি যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

প্রসঙ্গত, এর আগে পামেলা সিং ভুতোরিয়া নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একটি এনাজিং ড্রিংকসের বিজ্ঞাপনে কাজ করেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।