ট্রেলারে প্রশংসিত বাপ্পী-আঁচলের সুলতানা বিবিয়ানা


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২০ মার্চ ২০১৭

অবেশেষে কাটল প্রতীক্ষা। প্রকাশ হল ভার্সেটাইল মিডিয়ার আলোচিত ছবি ‘সুলতানা বিবিয়ানা’র ট্রেলার। প্রয়াত ফারুক হোসেনের চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ।

গতকাল রোববার (১৯ মার্চ) রাতে ইউটিউবে প্রকাশ হয় ট্রেলারটি। ৪ মিনিট ব্যাপ্তির এই ভিডিওতে দেখা গেছে জমজমাট এক গল্প ও নির্মাণের মুন্সিয়ানা। ছবিটির মনোরম লোকেশন মুগ্ধ করে যায়। সেইসঙ্গে বেশ কিছু রোমান্টিক গানের তালে নায়ক বাপ্পী ও নায়িকা আঁচলের নাচও মনকে ছুঁয়ে যায়।

পরিচালক হিমেল আশরাফ জাগো নিউজকে বলেন, ‘ট্রেলারটি তৈরি করার সময় পুরো ছবিটির একটি ক্ষুদ্র প্রদর্শনীর ভাবনা মাথায় ছিল। প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। সবাই বলছেন বাপ্পী-আঁচল জুটিকে এই প্রথমবার এতটা আকর্ষণীয় এবং নান্দনিক লাগছে। আমি বলতে পারি, ছবিটি দেখেও মুগ্ধ হবেন দর্শক।’

ছবিটির প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমরা বিগ বাজেটে একটি পরিচ্ছন্ন-নিখুঁত নির্মাণে মৌলিক গল্পের ছবি উপহার দেয়ার চেষ্টা করেছি। এর শুটিং হয়েছে যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণ করা হয়েছে।’

ছবিটি নিয়ে বাপ্পী বলেন, ‘মিষ্টি প্রেমের গল্পে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। একেবারেই গ্রামীণ আবহে, নিটোল প্রেমের ছবি এটি। দর্শকরা এই ছবিতে নতুন বাপ্পীকে দেখতে পাবেন।’

নায়িকা আঁচল বলেন, ‌‌‘এই ছবিটি দিয়ে আমার ক্যারয়িার নতুন যাত্রা করবে বলে আমার প্রত্যাশা। প্রযোজক, পরিচালক থেকে পুরো টিম একটি ভাল ছবির আশায় পরিশ্রম করেছি আমরা। চমৎকার একটি প্রেমের গল্প। যা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকেও নানাভাবে তুলে ধরবে।’

আসছে শুক্রবার (২৪ মার্চ) ছবিটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এতে বাপ্পী ও আঁচল ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ছবিটি গেল ১৩ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায় সেন্সর বোর্ড থেকে। সেন্সর বোর্ডেও প্রশংসিত হয়েছিল ছবিটি।

দেখুন ট্রেলারটি :



এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।