প্রযোজকদের কাছে হানিফ সংকেতের চাওয়া


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৯ মার্চ ২০১৭

টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন ‌‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রথমবারের মতো এই সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (১৯ মার্চ রোববার)।

নির্বাচনে নাটকের একজন প্রযোজক হিসেবে ভোট প্রদান করেছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। বেলা দেড়টা নাগাদ গুলশানের এমানুয়েলস ব্যাংকুয়েট হলে ভোট প্রদান শেষে হানিফ সংকেত কথা বলেন জাগো নিউজের সঙ্গে।

এসময় ইত্যাদির উপস্থাপক বলেন, ‘প্রযোজকদের একটি সুসংগঠিত সংগঠনের প্রযোজন ছিল। এটা অনেকদিন ধরে প্রযোজনবোধ করছিলাম। কারণ এতগুলো মানুষ যেখানে কাজ করেন সেখানে অবশ্যই একটি কমিটি থাকা প্রযোজন।’

তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটদানের প্রক্রিয়া চলছে দেখে ভালো লাগছে। যারা নির্বাচিত হবেন ভালোভাবে আগামীতে নাটকের উন্নয়নে কাজ করবেন বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে প্রযোজকদের সংগঠনের ভিত্তি অনেক মজবুত। আমাদের দেশে এই সংগঠনটিও মজবুত হবে এটাই প্রত্যাশা করি।’

যোগ করে হানিফ সংকেত বলেন, ‘এটা পেশাজীবী প্রযোজকদের সংগঠন। তাই আমি মন থেকে চাইব এটি যেন সরকার কর্তৃক একটি নিবন্ধন থাকে। যাদের প্রযোজকদের স্বার্থ রক্ষা হয়।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।