রেডিও’র অনুষ্ঠানে গাইতে লন্ডনে শাওন


প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৮ মার্চ ২০১৭

লন্ডনের বাংলা রেডিও স্টেশন বেতার বাংলা’র জন্য গাইতে গেলেন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। সেখানে আরও গাইবেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সেলিম চৌধুরী। গতকাল শুক্রবার (১৭ মার্চ) সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা।

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের নাটক-চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন শাওন। তার কণ্ঠে ‘আমার আছে জল’, ‘যদি মন কাঁদে’সহ অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তবে শাওন নজরুলসংগীতে দীক্ষা নেয়া গায়িকা।

জানা গেছে, লন্ডনের বাংলা কমিউনিটির অন্যতম রেডিও স্টেশন বেতার বাংলা। স্টেশনটির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ২০ মার্চ লন্ডন শহরের রয়েল রিজেন্সি অডিটরিয়ামে একটি জমকালো সংগীতসন্ধ্যার আয়োজন করেছে কর্তৃপক্ষ। যা সম্প্রচার হবে বেতার বাংলাতেও।

আর সেই অনুষ্ঠানে গাইবার আমন্ত্রণেই উড়াল দিলেন ফাহমিদা, সেলিম ও শাওন।
অনুষ্ঠান শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে ২৬ মার্চ নাগাদ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।