আবারও নতুন মুখের সন্ধানে এফডিসি


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৮ মার্চ ২০১৭

‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রায় ২৭ বছর পর ‘নতুন মুখের সন্ধানে’ নামছে। এই আয়োজনটি একেবারেই নতুনভাবে আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আর তাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ।’ জাগো নিউজকে এমন খবর নিজেই জানিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বডিউল আলম খোকন।

‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির এই নির্মাতা বলেছেন, ‘নতুন মুখের সন্ধানে’- এই আয়োজনটি নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ১৮ ফেব্রুয়ারি (শনিবার) পরিচালক সমিতির মাসিক মিটিংয়ে। মার্চেই এই প্রক্রিয়া শুরু হওয়ায় কথা ছিল, কিন্তু এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার দেশের বাইরে থাকায় শুরু করা সম্ভব হয়নি। আগামী ২৬ মার্চ তিনি দেশে ফিরলে আমরা এই আয়োজনটি শুরু করতে পারি।’

নির্মাতা খোকন বলেন, ‘শিল্পী সংকটের এই দুর্দিনে শিল্পীর যোগান পেতে এফডিসির ও তথ্যমন্ত্রণালয় সার্বিকভাবে আমাদের পাশে থাকবে। আশা করছি এই আয়োজনটি চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে ফলপ্রসূ হবে।’

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আবেদনের সময়সীমা পহেলা বৈশাখের আগে সম্পন্ন করা হবে। এরপর ঈদুল ফিতিরের ও ঈদুল আযহার মধ্যবর্তী সময়ে আমরা চূড়ান্তভাবে শিল্পী বাচাই করবো।’

পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহীন সুমন বলেন, ‘দেশের বিভাগীয় শহরগুলো থেকে এই আয়োজন শুরু হবে। যেহেতু এটি একটি বড় আয়োজন, তাই সময় নিয়ে করতে হবে। আশা করছি থেকে এই শিল্পী অন্বেষণ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হবে।’

১৯৮৩ সালে প্রথমবারের মতো এফডিসিতে শুরু হয় নতুন মুখের সন্ধানে।  এরপর চলে ১৯৯০ সাল পর্যন্ত। সে সময় কয়েক বছরে নতুন মুখের সন্ধানে এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে মান্না, দিতি, মিশা, আমিন খান, অমিত হাসানের মতো তারকাদের। এতগুলো বছর পর আবার এই আয়োজন করার জন্য আয়োজকদের উদ্যোগটি নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ঠ অনেকেই।

তারা মনে করছেন, ‘নতুন মুখের সন্ধানে’ আবার চলচ্চিত্রে নতুন শিল্পীদের আগমন ঘটবে। ঢাকাই চলচ্চিত্রে শিল্পী সংকট অনেকটাই দূর হবে এবং যোগ্য, শিক্ষিত ছেলে-মেয়েরা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রূপালী পরিসরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।