কালিকাপ্রসাদ স্মরণে জয়া আহসান


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৬ মার্চ ২০১৭

অভিনেত্রী জয়া আহসান এবার প্রযোজক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। সরকারি অনুদানে তার প্রযোজনায় নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে ‘দেবী’ চলচ্চিত্র। অনম বিশ্বাস পরিচালিত এই ছবিটিতে অভিনয়ও করবেন তিনি।

এদিকে কলকাতায় জয়া অভিনীত নতুন ছবি ‘বিসর্জন’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে। এই ছবিটি দিয়ে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার কাজ করলেন এবং এখানেই তিনি প্রথম আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করলেন। বর্তমানে ছবিটি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত রয়েছেন জয়া। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন তিনি। সেখানে স্মরণ করেছেন সড়ক দুর্ঘটনায় সদ্য প্রয়াত গানের মানুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।

জয়া বলেন, ‘কাজের সূত্রে আলাপ হয়েছিল কালিকাপ্রসাদের সঙ্গে। ‘বিসর্জন’ ছবিটা করতে গিয়ে যখন দেখা করলাম অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। উনার গান আরও ইন্সপায়ার করেছে আমাকে। খুব ভুল না করলে ‘বিসর্জন’র প্রথম দিন শুটিংয়ে ছিলেন তিনি। সল্টলেকে ডাবিংয়েও দেখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বসেই উনার মৃত্যুর খবরটা পাই। তারপর কৌশিকদার সঙ্গে ফোনে কথা হয়। উনি বলেন, যা শুনেছ ঠিক শুনেছ। ফোন ধরে কিছুক্ষণ চুপ করে ছিলাম। কোনও কথা বলতে পারিনি। উনার মত গুণী মানুষকে হারিয়ে দুই বাংলার শ্রোতা, বিনোদন ভুবনের মানুষেরা শোকাহত। আমি দেখেছি বাংলাদেশেও তার অনেক জনপ্রিয়তা ছিল। তার চলে যাওয়ায় সেখানেও অনেকে খুব মর্মাহত হয়েছেন।’

কালিকার মৃত্যু ও বিসর্জন ছবির সঙ্গে মিলিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকায় ভীষণই জনপ্রিয় ছিলেন কালিকা দাদা। সম্প্রতি এখানে ‘ভুবন মাঝি’ নামে একটি ছবি করেছিলেন। এই ছবির একটি গান দিয়ে নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এর আগেও দোহার ব্যান্ডের গানের জন্য সুপরিচিত ছিলেন। উনার মৃত্যুটা মেনে নিতে পারছি না। ‘বিসর্জন’-এ ইমোশনাল জায়গা থেকে জড়িয়ে ছিলেন কালিকা দা। আমিও জড়িয়ে আছি। মনে হচ্ছে, উনাকেই যেন বিসর্জন দিলাম।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।