শাহজালালে পুলিশকে ঘুষ দিতে গিয়ে যুবক আটক


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৫ এপ্রিল ২০১৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে ঘুষ দিতে চাইলে মেহেদী হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে দুইশ’ গ্রাম স্বর্ণসহ আটক হওয়া হাফিজউদ্দিন নামে এক ব্যক্তিকে ছাড়ানোর জন্য নগদ অর্থ ঘুষ দিতে চাইলে মেহেদী হাসানকে আটক করে আমর্ড পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হাফিজউদ্দিনকে ছাড়ানোর জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতে চেয়েছিলেন মেহেদী।

আটক উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।