নগর মাস্তানের বিনিময়ে আসছে হরিপদ ব্যান্ডওয়ালা


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৪ মার্চ ২০১৭

সাফটা চুক্তি’র ভিত্তিতে ঢাকা-কলকাতা দু’দেশের চলচ্চিত্র বিনিময়ে কলকাতার ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। পক্ষান্তরে, বাংলাদেশ থেকে ‘নগর মাস্তান’ ছবিটি কলকাতায় মুক্তি পাবে।

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি মিয়াঁ আলাউদ্দিন। তিনি বলেন, ‘দু’টি ছবি দুই দেশের সিনেমা হলে মুক্তি পাবে এটা চূড়ান্ত। তবে এখনও তারিখ নির্ধারন হয়নি। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে লায়ন ওভারসিজ ট্রেডিং লিমিটেড।’

মিয়াঁ আলাউদ্দীন আরও বলেন, ‘দু’চার দিনের মধ্যে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সেন্সর বোর্ডে জমা পড়বে। তারপর মুক্তির তারিখ জানানো হবে। তবে আশা করা হচ্ছে আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে।’

এদিকে, লায়ন ওভারসিজের কর্ণধার মির্জা আবদুল খালেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

কলকাতায় তুমুল ব্যবসা করা ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ ও নুসরাত। গেল ডিসেম্বরে ছবিটি কলকাতায় মুক্তি পায়। রোমান্টিক কমেডি ঘরানারা নির্মিত হয়েছে এই ছবিটি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

অন্যদিকে, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, পরীমনি। ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম। ২০১৫ সালের ২৩ অক্টোবর ‘নগর মাস্তান’ বাংলাদেশে মুক্তি পায়।
 
এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।