জলি একদিন বিদ্যা বালানকে ছাড়িয়ে যাবে : আজিজ


প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৮ মার্চ ২০১৭

‘‘বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে নারীপ্রধান ছবির চরিত্রে বেশি দেখা যায়। তিনি খুব ভালো অভিনয় করেন। ‘মেয়েটি এখন কোথায় যাবে` ছবির গল্পটাও নারীপ্রধান। এখানে জলি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সে দুর্দান্ত অভিনয় করেছে। আমার মনে হয় আমাদের জলি একদিন বিদ্যা বালানকে ছাড়িয়ে যাবে।’’

কথাগুলো বলছিলেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির প্রয়োজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ১০ মার্চ ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশের গ্রামীণ গল্পের ফ্লেভারে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির গান, গল্প সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া রাখা হয়েছে। তাছাড়া জাজের ছবিতে সবসময় নতুনত্ব থাকে। আমার বিশ্বাস এমন গল্পের ছবি দর্শকরা অবশ্যই গ্রহণ করবেন।’

jj
ছবিটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। ‘লালচর’ ছবির এই নির্মাতা বলেন, ‘এটি আমার নির্দেশিত দ্বিতীয় ছবি। ছবিতে সবাই খুব দুর্দান্ত অভিনয় করেছেন। দর্শকদের ভালোলাগার সব উপকরণ রয়েছে এই ছবিতে।’

সংবাদ সম্মেলনে আবদুল আজিজ, নাদের চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির অভিনয়শিল্পী জলি, শাহরিয়াজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

জলি বলেন, ‘এই ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে বলে আমি মনে করি। এখানে আমাকে নায়িকা নয়, অভিনেত্রী হিসেবে দেখা যাবে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’

jjjj
এছাড়া ফজলুর রহমান বাবু, শাহরিয়াজ প্রত্যেকে ছবিটি হলে গিয়ে দেখার আহ্বান জানান।

ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এই ছবির শ্রুতিমধুর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, ডলি সায়ন্তনি ও ফলজুর রহমান বাবু।

গানগুলোর কথা লিখেছেন মো. রফিকুজ্জামাম, গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

এনই/এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।