বাচসাসের নির্বাচন ১ মে


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৮ মার্চ ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন আগামী ১ মে। রাজধানীর পল্টনে অবস্থিত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ সংগঠনটির নির্বাচন।

সমিতির বর্তমান সভাপতি আবদুর রহমান জাগো নিউজকে জানান, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বাচসাস কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যবারের মতো এবারও সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। শিগগিরই প্রকাশ হবে তাদের নাম।

নবায়নকৃত সদস্যদের (ভোটার) খসড়া তালিকা প্রকাশ ১৪ মার্চ এবং সদস্যদের (ভোটার) চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ মার্চ ২০১৭।

আগামী বছর বাচসাসের ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে জমজমাট হয়ে উঠবে চলচ্চিত্র সাংবাদিকদের এবারের নির্বাচন। বেশ কয়েকটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন বাচসাস সদস্যরা। স্বতন্ত্র প্রার্থী হয়েও বাচসাসের নেতৃত্বে যাওয়ার সুযোগ থাকছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।