ছিনতাইকারীর কবলে নাট্যনির্মাতা বান্নাহ
জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ কারণে ভীষণ মন খারাপ তার।
সোমবার রাত ১১টা নাগাদ মিরপুর-১ থেকে ব্যক্তিগত কাজ সেরে সিএনজিতে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পার হওয়ার সময় জ্যামে পড়লে তার হাত থেকে খুর ঠেকিয়ে নিজস্ব মোবাইল (এইচটিসি এম-৮) মডেলের সেটটি কেড়ে নেয়।
জাগো নিউজকে নির্মাতা বান্নাহ বলেছেন, ফোনে অনেক জরুরি ডকুমেন্টস ছিল। সব হারিয়ে গেল। এতে করে চরম বিপাকে পড়েছি।
তিনি বলেন, শেরেবাংলা নগর, আসাদ গেটের এই রাস্তায় প্রায়ই এমন ঘটনা ঘটে শুনেছি। এই প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হলাম। প্রশাসনের এ ব্যাপারে আরও নজর দেয়া উচিত।
আগামীকাল বুধবার শেরেবাংলা নগর থাকায় ছিনতায়ের ঘটনার জন্য একটি জিডি করবেন বলে জানান নির্মাতা বান্নাহ।
নাট্যনির্মাতা বান্নাহ পরিচালিত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে হাউজ ৪৪, ব্যাকবেঞ্চারস, নাইন অ্যান্ড অ্যা হাফ। এক ঘণ্টার নাটকের মধ্যে রয়েছে ক্রাই বেবি ক্রাই, তোমার পিছু পিছু, শত ডানার প্রজাপতি, তিন মাসের গল্প ইত্যাদি।
এনই/বিএ