সমকামিতার দায়ে নিষিদ্ধ হচ্ছে এমা ওয়াটসনের ছবি


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৫ মার্চ ২০১৭

সমকামিতা নিয়ে প্রথমবারের মতো ছবি নির্মাণ করেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ওয়ার্ল্ড। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমা ওয়াটসন। ছবিটি নিয়ে ইতোমধ্যেই নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে আলোচনায় নতুন করে যোগ হলো আরো একটি খবর। খুব শিগগিরই রাশিয়ার বাজারে নিষিদ্ধ হতে যাচ্ছে সমাকামিদের নিয়ে নির্মিত ‘বিউটি এন্ড দ্য বিস্ট’ নামক চলচ্চিত্রটি।

এর কারণ হিসাবে রাশিয়ান সেন্সর বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়াতে অপ্রাপ্তবয়স্কদের জন্য সমকামিতা নিষিদ্ধ। আর এ ছবিটি নির্মিত হয়েছে অপ্রাপ্ত বয়স্কদের জন্যই। তাই যাচাই বাছাই শেষে জানানো হবে ছবিটি রাশিয়ায় চলবে কি না।

ইতোমধ্যেই ছবিটিকে নিয়ে রাশিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে দেশটির সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কির বলেছেন, ‘যাচাই করে দেখার পর চলচ্চিত্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

চলচ্চিত্রটিকে ‘পাপের নির্লজ্জ প্রচারণা’ হিসেবেও বর্ণনা করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।

এমা ওয়াটসন অভিনীত এই ছবিটি আগামী ১৬ মার্চ রাশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিলো।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।