ঘনিষ্ট দৃশ্যের পর আবারো একসঙ্গে শাকিব ও পরীমনি


প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির সাফল্যে অনুপ্রাণীত হয়ে তৃতীয় ছবি নির্মাণ করছেন এস এ হক অলিক এটা পুরোনো খবর। তেমনি পুরোনো হয়ে গেছে এই ছবিতে কিং খান শাকিব ও আলোচিত সুন্দরী পরীমনির জুটি বেঁধে কাজ করার খবরটিও।

এই ছবিতেই দুই তারকা বেশ কিছু ঘনিষ্ট দৃশ্যের পাশাপাশি ‘লিপ কিস’এ অংশ নিয়ে তোলপাড় করেছিলেন দেশের গণমাধ্যম। আবারো তারা ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে এবার আর কোন ঘনিষ্ট দৃশ্য নয়, গানের রোমান্টিক দৃশ্যে।

গত ক’দিন ধরে এফডিসিতে চলছে এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটির দৃশ্যায়ণ। গতকাল গিয়ে দেখা গেল রোমান্টিক গানের শুটিং। অভিনয় করছেন শাকিব ও পরী। দুই তারকার ঠোঁটে বাজছে ‘মনের দুয়ার খুলে দিলাম হৃদয় ঘুরে আসো, শীতল পাটি বিছিয়ে দিলাম চুপটি করে বসো’ শিরোনামের গান।

পরিচালক এস এ হক অলিকের সাথে কথা বলে জানা গেল তার নতুন ছবি ‘আরো ভালোবাসবো তোমায়’-এর জন্য হাবিব-পড়শির গাওয়া মিষ্টি এই গানটির কথা লিখেছেন পরিচালক নিজেই। আর এটির সুর সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

পরিচালক আরও বলেন, ‘এরই মধ্যে চলচ্চিত্রটির বেশীরভাগ অংশের দৃশ্যায়ন শেষ হয়েছে। এখন চলছে শেষ লটের শুটিং। এ মাসজুড়েই শুটিং করব। রোজার ঈদে ছবিটি মুক্তি দেয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছি। দোয়া করবেন।’

‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব ও পরীমনি। এছাড়াও অভিনয় করেছেন- চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, সোহেল রানা প্রমুখ।

চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক অলিক। আবহসঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন- হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।