থাপ্পর খেয়েই বিয়ে করেছিলেন রিতেশ
বলিউডের শ্রেষ্ঠ রোমান্টিক তারকা জুটি হিসেবে বিবেচনা করা হয় তাদের। প্রথমে প্রেম এবং তারপর বিয়ে। সেই বিয়ের তিন বছর পরও সমানভাবে ভালোবাসার পরিচয় দিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার রিতেশ দেশমুখ ও জেনোলিয়া ডি সুজা।
কিন্তু জানেন কী, এই দুই তারকার বিয়ের সূত্রটা কোথায়? না জানা থাকলে জেনে নিন- থাপ্পরে। একদম তাই। জেনেলিয়ার থাপ্পর খেয়েই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন রিতেশ। মঙ্গলবার নিজের টুইটার একাউন্টে টুইট পোষ্ট করার মাধ্যমে নিজের এই গোপন তথ্যের কথা জানালেন এই অভিনেতা।
নিজের করা টুইটারগুলোতে রিতেশ বলেন, ‘জীবনের চলার পথের মতো আমাদের দুজনের ক্যারিয়ারের শুরুটাও হয় একসাথে ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তুঝে মেরি কসম’ ছবি দিয়ে। ক্যারিয়ারে আমার করা প্রথম দৃশ্যটি ছিলো খুবই চমৎকার। সেখানে আমি ভগবান গনেশের নিকট প্রার্থনা করার জন্যে সিঁড়ি বেয়ে মন্দিরে উঠছিলাম।’
তবে মজার ব্যাপার হলো ছবিটির একটি দৃশ্যে ছিলো এমন যে রিতেশকে চড় মারবেন জেনোলিয়া। সেই শটটি ঠিকভাবে করার জন্যে একি শট চারবার নিতে হয়েছে। আর সেদিন সেই শুটিংয়ের দৃশ্য থেকেই জেনোলিয়াকে নিজের ঘরনী করার সিদ্ধান্ত নেন রিতেশ।
অনেকে অবশ্যে এই কাহিনীর জেরে এই জুটিকে নিয়ে সংলাপ ছুড়েন ‘থাপ্পড়কে ভয় নয়, প্রেম কে ভয়’। এই দুই তারকা দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চলতি বছর ফেব্রুয়ারীতে জেনেলিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেন।
এলএ/আরআই