গ্রাম থিয়েটারের ১২তম বাংলা লোকনাট্য উৎসব
রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী মাঠে তিন দিনব্যাপী বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১২তম বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
আগামী ১২ থেকে ১৪ এপ্রিল বিকেল ৪টা থেকে হবে এ অনুষ্ঠান। বৃহস্পতিবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কাজী সাইদ হোসেন দুলাল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এবং সভাপতিত্ব করবেন নাসির উদ্দীন ইউসুফ।
উৎসবের প্রথম দিন উদ্বোধনী পর্বে থাকছে সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা স্মারক প্রদান, লাঠি খেলা, শোভাযাত্রা, নৃত্য, লোকপালা গম্ভীরা, লালনের গান।
দ্বিতীয় দিন লোকনৃত্য, লোকপালা ধামের গান, রাখাল বন্ধু ঝুমুর যাত্রাপালা, তৃতীয় দিন লাঠিখেলা, বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা, দেহতত্ত্বের গান, লোকনৃত্য, লোকপালা আলকাপ, লোকপালা কবিগান পরিবেশন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শাহরিয়ার আলম, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। অধ্যাপক হাসান আজিজুল হক প্রধান উপদেষ্টা বাংলাদেশ গ্রাম থিয়েটার, ইসরাফিল আলম সংসদ সদস্য, হুমায়ূন কবীর হিমু সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঝুনা চৌধুরী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তৌফিক হাসান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটার, শিল্পতাত্ত্বিক ড. লুৎফর রহমান প্রমুখ।
এমজেড/বিএ/আরআই