রুবেলকে ফিরে আসার আহ্বান হ্যাপির (ভিডিও)
আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি এবার যাদুর চাবি হিসেবে অভিহিত করলেন ক্রিকেটার রুবেলকে। এনিয়ে বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘যাদুর চাবি’ শিরোনামের কবিতার অডিও প্রকাশ করেছেন।
হ্যাপি নিজেই এই কবিতা লিখেছেন। যেখানে তিনি নানা ভাবে রুবেলের সঙ্গে তার পুরনো দিনগুলোর কথা স্মৃতিচারণ করেছেন।
এ প্রসঙ্গে হ্যাপি গণমাধ্যমকে বলেন, ‘আগে কখনও কবিতা আবৃতি করা হয়নি বললেই চলে। মনের কথা গুলো ভাবতে গিয়ে কবিতা হয়ে গেছে। সেটাকে একটু আবৃত্তি করে আপলোড করেছি।’
এএ