তুলে নেয়া হচ্ছে সানি লিওনের বিতর্কিত বিজ্ঞাপন


প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০২ মার্চ ২০১৭

ভারতের সরকারি পরিবহন সংস্থা কদম্ব ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের (কেটিসিএল) বাস থেকে বলিউড অভিনেত্রী সানি লিওনের বিতর্কিত কনডমের তুলে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার গোয়া নারী কমিশন (জিএসসিডব্লিউ) এসব বিজ্ঞাপন তুলে নেয়ার নির্দেশ দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রণরাগিণী নামে একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে কেটিসিএল বাস থেকে সানি লিওন অভিনীত কনডমের বিজ্ঞাপন সরানোর এ নির্দেশ দিয়েছে।

গোয়ার নারী কমিশনের চেয়ারম্যান বিদ্যা তানাবাড়ে বলেন, রণরাগিণীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বিজ্ঞাপন সরাতে কেটিসিএলকে নোটিশ দেয়া হয়েছে। একই নোটিশ জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে। তাদের সানি লিওন অভিনীত একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কনডমের বিজ্ঞাপনটি বাস ও অন্যান্য জনসমাগম স্থল থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

গত বুধবার রণরাগিণী রাজ্য নারী কমিশনে কদম্ব বাস ও অন্যান্য জনসমাগম স্থল থেকে একজন নারীর ছবিসংবলিত জন্মনিরোধক কনডমের বিজ্ঞাপনটি সরানোর জন্য আবেদনটি করে।

রণরাগিণীর কর্মকর্তা রাজেশ্বরী গাড়েকর বলেন, সরকারি বাসসহ বেশ কিছু জনসমাগম স্থলে একজন নারীর ছবিসংবলিত জন্মনিরোধক কনডমের বিজ্ঞাপন প্রকাশ্যে দেখা যাচ্ছে। সেখানে কুরুচিপূর্ণ দৃশ্য রয়েছে, যা নারীদের বিব্রত করছে। অনেক নারীর কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।