এপ্রিলে দেশে ফিরবেন ঈশিকা
জনপ্রিয় মডেল অভিনেত্রী ঈশিকা খান প্রায় ছয় মাস ধরেই লন্ডনে রয়েছেন। সেখানে স্বামী-সন্তান-সংসার এই তিন `স` নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন। তার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, তিনি এপ্রিলে দেশে ফিরছেন।
লন্ডন থেকে ঈশিকা জাগো নিউজকে বলেন, সবকিছু ঠিক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবো।
প্রবাসে থাকলেও ঈশিকার মনটা পড়ে থাকে বাংলাদেশে। তিনি বলেন, সবসময় দেশকে মিস করি। দেশে আমার মা আর ছোট বোনের কথা সবসময় মনে পড়ে। এছাড়া শোবিজের পরিচিত মানুষগুলো আর ফ্যানদেরও মিস করি।
দেশে এসে আবারও আগের মতো অভিনয়ে ফিরবেন বলে জানান ঈশিকা। তিনি বলেন, যতটুকু পারি আগের মতো অভিনয় করবো। সাংসারিক দায়িত্ববোধ থেকে মাঝে মধ্যে লন্ডনেও আসবো।
উল্লেখ্য, গেল বছরের ১ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেন ঈশিকা খান। তার বর কায়সার খান সিলেটের সন্তান, পেশাগত কারণে লন্ডনে থাকেন। গত অক্টোবরে লন্ডনে উড়াল দেন ঈশিকা। এরপর ১৮ ডিসেম্বর তার কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। তার নাম কিয়ান মাহমুদ খান।
এনই/জেআইএম