তারিন তিশার নায়ক রিয়াজ


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৮ এপ্রিল ২০১৫

ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজ। সম্প্রতি তিনি জুটি বেঁধে অভিনয় করলেন জনপ্রিয় দুই অভিনেত্রী তারিন ও তিশার সাথে।

এই সুবাদে দীর্ঘ ৬ বছর পর আবারো একসাথে কাজ করলেন তারিন ও রিয়াজ। আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘তেল’ শিরোনামের নাটকের মাধ্যমে তারা জুটিবদ্ধ হলেন। উপমহাদেশের বিখ্যাত রম্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে তেল নাটকের চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চঞ্চল।



নাটকে তারিনের সাথে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘বহুদিন পর তারিনের সাথে কাজ করলাম। তিনি আমাদের নাট্য জগতে সুপরচিতি মুখ। চমৎকার অভিনয় করেন। আশা করছি আমাদের দুজনের এই নাটকটিও প্রথমটির মতো দর্শকপ্রিয় হবে।’ এর আগে ২০০৮ সালে রায়হান খানের পরিচালনায় সুখের অসুখ শিরোনামের নাটকে সর্বশেষ দেখা যায় এ জুটিকে।

নাটকটিতে রিয়াজকে একজন ছা পোষা কেরানী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। স্ত্রী-মেয়েকে নিয়ে যার সংসার। প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে জীবন যাপন। হঠাৎ একজনের বুদ্ধিতে রিয়াজ সবাইকে তেল দেওয়া শুরু করেন। এমনি মজার গল্প নিয়ে ‘তেল’ নাটক।

ছানাপোনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ নাটকে অভিনয়ে করেছেন রিয়াজ, তারিন জাহান, আমিরুল ইসলাম, শিশু শিল্পী রাইসাসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে নাটকটি কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানালেন রিয়াজ।



অন্যদিকে ছোটপর্দার আরেক প্রিয়মুখ তিশার সাথে ‘তুমি আছো তুমি নেই’ টেলিফিল্মে কাজ করলেন রিয়াজ। লিটু সাখাওয়াতের রচনা এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

তিশার সাথে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘গত কয়েক মাসে তিশার সাথে আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। সবগুলোই দারুণ সাড়া পেয়েছে। এই টেলিফিল্মের পরিচালক সকাল আহমেদের সাথেই আমরা দুজন কিছু কাজ করেছি। আশা করছি, দাম্পত্যজীবন নিয়ে চমৎকার গল্পের এই টেলিফিল্মটি সবার মন ছুঁয়ে যাবে।’

টেলিফিল্মে দেখা যাবে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুবহার চায়ের মধ্যে বিষ মিশিয়ে রেখে অফিসে চলে যায় ফারহান। এক পর্যায়ে তার কাছে মনে হয়, কাজটা ঠিক হয়নি। কিছুক্ষণ পরে গাড়িতে বসে হঠাৎ পকেটের মধ্যে একটা চিরকুট আবিস্কার করে সে। সুবহা তার উদ্দেশ্যে লিখেছে, আমি আমার সমস্ত ভুলগুলো শুধরে নতুন করে জীবন শুরু করতে চাই। ফারহান ছুটে আসে বাসার দিকে কিন্তু ততক্ষণে সুবহা বিষ পান করে অচেতন।

৯ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

প্রসঙ্গত, প্রয়াত নায়ক সালমান শাহ পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রে একক নেতৃত্ব দিয়েছেন রিয়াজ। বেশ কয়েক বছর হলো বড় পর্দায় আর নিয়মিত নন তিনি। সর্বশেষ রিয়াজ অভিনীত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিটি মুক্তি পায়। এখানে রিয়াজের বিপরীতে ছিলেন নায়িকা পূর্ণিমা।

সম্প্রতি তিনি সুইটহার্ট’ নামে নতুন একটি চলচ্চিত্রে কাজ করেছেন। এই ছবিটিতে তার পাশাপাশি অভিনয় করছেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম ও বাপ্পি চৌধুরী।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।