পুরুষকে ঘৃণা করে নারীবাদ নয়


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

নারীর ক্ষমতায়ন নিয়ে সম্প্রতি দীপিকা পাড়ুকোন অভিনীত ‘মাই চয়েস’ নামের একটি তথ্যচিত্রের ভিডিও প্রকাশ হয়। এতে দীপিকাসহ বিভিন্ন শ্রেনী পেশার ৯৯ জন নারীর বক্তব্য তুলে ধরা হয়। প্রকাশের পর থেকেই এটি অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তোলে।

এমনকি এই ভিডিওটি সমালোচনার শিকার হয় বলিউডের অভিনেত্রীদের কাছেই। সোনাক্ষি, শিল্পা শেঠি, সুস্মিতা সেনের পর এবার এই ভিডিওর বিরোধীতা করে মুখ খুললেন মিস্টা ইন্ডিয়াখ্যাত তারকা অনলি কাপুর তনয়া সোনম কাপুর।  মুম্বাই মিররের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সোনম কাপুর নারীবাদ সম্পর্কে তার শক্ত অভিমত ব্যাক্ত করেছেন।

এতে নারীর ক্ষমতায়ন সম্পর্কে যে বক্তব্য তুলে ধরা হয়েছে সে বিষয়ে সোনমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিজাত নারীরা সবসময়ই নারীবাদ সম্পর্কে ভুল ধারণা লালন করেন। তারা মনে করেন পুরুষকে ঘৃণা করলেই নারীবাদি হওয়া যায়। এটা ঠিক নয়। আমি মনে করি নিজের মতামত জানান দেয়ার জন্য কোনো ভিডিও তৈরির দরকার নেই আমার। মুখের কথার চেয়ে আমার কর্মকাণ্ডের ওজন অনেক বেশি। নারী হিসেবে জন্মগ্রহণ করে আমি গর্বিত। আর আমার নারীত্মের অহংকারে পুরুষেরও ভূমিকা রয়েছে, থাকবেও আগামীতেও।’

উল্লেখ্য, মাই চয়েস ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড সিনেমা নির্মাতা হোমি আদজানিয়া।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।