হ্যাপিকে নিয়ে এসব কী! (ভিডিও)
এবার ভারতীয় পর্ন স্টার সানি লিওনের সঙ্গে হ্যাপিকে তুলনা করে সংবাদ প্রকাশ করেছে কয়েকটি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম। যা নিয়ে রীতিমত ক্ষেপেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।
সংবাদমাধ্যম গুলোতে প্রকাশিত খবরে জানা গেছে, সানি লিওনের মতো অভিনেত্রী হতে চান হ্যাপি। অভিনয় করতে চান খোলামেলা পোশাকে।
এ প্রসঙ্গে হ্যাপি বলেন, এসব খবর সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। আমার সঙ্গে কথা না বলে যে যার মতো নিউজ করে যাচ্ছে। আমি বলছি না সব পোর্টাল উল্টাপাল্টা নিউজ করছে, কিছু কিছু পোর্টাল এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সবচেয়ে বড় কথা, অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে পথ চলা শুরু করেছি আমি। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ সম্পন্ন করেছি। এছাড়া ২/১ দিনের মধ্যে আমার অভিনীত ভিডিও গান কয়েকটি চ্যানেলে প্রচার হতে যাচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানান হ্যাপি।
এএ