কলগার্ল লাক্সসুন্দরী চৈতি


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

নাটকের প্রয়োজনে অনেক বৈচিত্রময় চরিত্রে অভিনয় করতে দেখা যায় শিল্পীদের। সম্প্রতি জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘ডিবি’ ধারাবাহিক নাটকে কলগার্ল চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী ইশরাত চৈতি।

কলগার্ল চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে চৈতি বলেন, ‘প্রথমবারের মতো কলগার্ল চরিত্রে অভিনয় করলাম। এটা আমার জন্য চ্যালিঞ্জিং একটা কাজ। এ নাটকে দেখানো হয়েছে ভাগ্যের কারণে অনেক মেয়েকে কলগার্লের পেশা বেছে নিতে হয়।’

নিজের চরিত্র নিয়ে চৈতি আরো বলেন, ‘ডিবি নাটকে আমি নৃত্যশিল্পী থাকি। বিভিন্ন জায়গায় স্টেজ অনুষ্ঠানে নাচ করি। তারপর একসময় কলগার্ল পেশায় জড়িয়ে পড়ি। আমার মক্কেল থাকেন আজিজুল হাকিম। তাকে ঘিরে গল্প এগিয়ে যায়। ইউটিউব ও ইন্টারনেটে কর্লগার্লদের পোশাকের ধারণা নিয়েছি।’

‘ডিবি’ নাটকটি প্রতি রোববার ও সোমবার এটিএন বাংলায় প্রচারিত হয়। আগামী মাস থেকে চৈতি অভিনীত পর্বগুলো দেখানো হবে বলে জানান তিনি।

‘ডিবি’ নাটক ছাড়াও বর্তমানে কয়েকটি ধারাবাহিক ‘অশান্ত প্রেম’, ‘অনাকাঙ্ক্ষিত সত্য’, ‘গোলমালে’ নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ইশরাত চৈতি।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।