আজকাল সবাই চুমু দিচ্ছে


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

তার প্রতি ছবিতেই থাকে নায়িকার সঙ্গে ‘লিপ কিস’। এজন্যই সিরয়িাল কিসার বলে খ্যাত বলিউড অভিনেতা ইমরান হাশমি। কিন্তু সম্প্রতি এই অভিনেতা দাবি করলেন, তিনি ছাড়া আরো অনেকেই আজকাল চুমুর দৃশ্যে অভিনয় করছেন। তাই সিরিয়াল কিসার খেতাব আর তিনি একা বহন করতে রাজি নন।

‘মিস্টার এক্স’ শিরোনামের নতুন একটি সিনেমাতে অপেক্ষাকৃত কম অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন সিরিয়াল কিসার ইমরান হাশমি। সম্প্রতি নতুন এই সিনেমার প্রচার অনুষ্ঠানে ইমরান তাই জানালেন।

সাংবাদিকদের বললেন, ‘চুমু এখন আর আমার একার বিশেষত্ব নয়। এখন প্রায় প্রত্যেক অভিনেতাই চুমুর দৃশ্যে অভিনয় করছেন।’ ‘মিস্টার এক্স’ সিনেমাটিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন অপেক্ষাকৃত নতুন অভিনেত্রী আমাইরা।

হাশমি সম্পর্কে মজা করে এই অভিনেত্রী বলেন, ‘ইমরান কখনোই তার ‘সিরিয়াল কিসার’-এর আবেদন মুছে ফেলতে পারবেন না। আমার মনে হয়, মানুষ সবসময়ই তাকে মনে রাখবে ‘সিরিয়াল কিসার’ হিসেবেই। যদিও সে ছবিতে কিস না দেয়।’

এদিকে ইমরান জানান, আমাইরা দাস্তুরের বিপরীতে তার নতুন সিনেমা ‘মিস্টার এক্স’ পরিবারের সবার দেখার উপযোগী সিনেমা। এই সিনেমায় তাকে খুব কম অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে। আর এভাবেই তিনি নতুন ইমেজ গড়ে তুলতে চান। হয়ে উঠতে চান সবার জন্য অভিনেতা।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।